ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


মাহির গ্রেপ্তারে অবাক হইনি, কিন্তু এতগুলো নারী পুলিশ কেন : মিতু


১৮ মার্চ ২০২৩ ২৩:৩৯

ওমরাহ পালন শেষে দেশে ফিরতেই গ্রেপ্তার হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দেশে ফিরতেই নায়িকাকে এভাবে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জাহারা মিতু।

শনিবার (১৮ মার্চ) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে জাহারা মিতু লিখেছেন, ‘মাহি আপু কি করেছেন? কাউকে খুন করেছেন? বিদেশে টাকা পাচার করেছেন? মানব পাচার করেছেন? ধর্ষণ করেছেন? না, তিনি এগুলোর কিছুই করেননি। তার অপরাধ, তিনি বিপদে বাস্তবসম্মত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বাংলাদেশ থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে, যা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে তাই বলেছেন, তাই করেছেন।’

তিনি আরও লেখেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তিনি যা বলেছেন, তা সত্যিই উচিত হয়নি। হয়তো তার উচিত ছিল, তার কাছে যে তথ্য গিয়েছে তার ওপর বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরমহলের নিকট আশ্রয় প্রার্থনা করা। কিন্তু তিনি বোকামি করে বসেছেন। আমরা বোকা বলেই হয়তো ভাবি, বিনোদন মাধ্যমে কাজ করে মানুষের ভালোবাসা পাওয়া যায়। যেমনটি পেয়েছিলেন আমাদের পূর্বসূরীরা। কিন্তু আমাদের বোকামি আমাদেরকে বাঁচতে দেয় না, হাসতে দেয় না।’

নায়িকা যোগ করেন, ‘তিনি (মাহি) গ্রেপ্তার হয়েছেন, অবাক হইনি। লাইভ দেখার পর এটাই কাম্য ছিল। সত্যি বলছি। কিন্তু এতগুলো নারী পুলিশ দিয়ে দেশে পা রাখার সাথে সাথেই কেন? তিনি তো পালিয়ে যেতেন না। তাকে ডাকা যেত। ওখানেই কথা বলা যেত। আমি আইনের মার-প্যাঁচ বুঝি না, এজন্য হয়তো নিজেও অজ্ঞের মতন কথা বলতে পারি। তবে এতটুকু বুঝি, তাকে একজন শিল্পী হিসেবে এতটুকু সম্মান দেওয়া যেত।’

জাহারা মিতুর প্রত্যাশা, ‘আশা করছি ভুল বোঝা-বুঝির অবসান হবে। হয়তো কিছুক্ষণ/কিছুদিন পরেই আপু লাইভে আসবেন, মুচলেকা দিবেন। বলবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সহযোগিতা করেছেন, হয়তো! অন্তত সেই আশাই করছি। আপু ফিরে আসুক, জলদি আসুক।’

আইকে