ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


জাবি শিক্ষক সমিতি নির্বাচনে ভিসি বিরোধীদের বড় জয়


১ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৪৩

সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সম্পাদক অধ্যাপক মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে উপাচার্য বিরোধী শিক্ষকদের সংগঠন ‘সম্মিলিত শিক্ষক সমাজ’। নতুন নির্বাহী পরিষদে সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৬টি সদস্যপদ মিলিয়ে ১০টি পদে জয়লাভ করেছে তারা। এতে করে উপাচার্যের বিরুদ্ধে চলমান উপাচার্য বিরোধী আন্দোলন নতুন গতিবেগ পাবে বলে মনে করছে আন্দোলন সংশ্লিষ্টরা।

অপরদিকে উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’ একক প্যানেল দিয়ে ১৫টি পদের মধ্য ৫ টিতে জয়লাভ করেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৮১জন শিক্ষকের মধ্যে ৫৪৯জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর তিনটা থেকে শুরু হয় ভোট গণনা।

উপাচার্য বিরোধী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত শিক্ষকরা হলেন, সভাপতি পদে অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সম্পাদক পদে অধ্যাপক মো. সোহেল রানা জয়লাভ করেছেন। এছাড়া এই প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. মনোয়ার হোসেন জয়লাভ করেছেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন, অধ্যাপক ফরিদ আহমদ (পদার্থবিজ্ঞান), অধ্যাপক সাঈদ ফেরদৌস (নৃবিজ্ঞান), অধ্যাপক মাহবুব কবির (রসায়ন), অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন (অর্থনীতি), অধ্যাপক মো. শামছুল আলম (সরকার ও রাজনীতি), অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান (পরিবেশ বিজ্ঞান)।

উপাচার্যপন্থি শিক্ষকদের প্যানেল থেকে সহসভাপতি পদে জয়লাভ করেছেন সিএসসি বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস। এছাড়া সর্বমোট ১০টি সদস্য পদের মধ্য থেকে মাত্র ৪টি পদে জয় পেয়েছে উপাচার্যপন্থিরা। এই চারজন হলেন, অধ্যাপক এ এ মামুন (পদার্থ বিজ্ঞান), অধ্যাপক রাশেদা আখতার (নৃবিজ্ঞান), সহযোগী অধ্যাপক আয়শা সিদ্দিকা (অর্থনীতি), সহকারি অধ্যাপক মাহফুজা খাতুন (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)।

নব নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের বৃহৎ স্বার্থে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীদের উন্নয়ন হবে সেসব লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিতামূলক জায়গাগুলোতে স্বচ্ছত ফিরিয়ে আনাসহ শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়কে আধুনিক মানে গড়ে তুলার ক্ষেত্রে কাজ করবে বলে জানান তিনি।

/এ আই