ঢাকা বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১


৪ দিন পর ঢাবির হলে ফিরেছেন সহ-সমন্বয়ক খালেদ


২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৪

সংগৃহিত

চার দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসানের সন্ধান মিলেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন।

তিনি হলে এলেও গত চার দিন কোথায় এ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তাকে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। তিনি চুপচাপ রয়েছেন। এখনো নিখোঁজ থাকার বিষয়ে কিছু বলেননি।

গত শুক্রবার থেকে খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তার সহপাঠীরা। পরিবারের সঙ্গেও খালেদের যোগাযোগ ছিল না গত চার দিন।

সম্প্রতি আন্দোলনে সক্রিয় ছাত্রদের ধরে টার্গেট কিলিং করছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রাইভেট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী শিহান ও সীমান্ত হত্যাকাণ্ডের পর উদ্বেগ বাড়তে থাকে। এই অবস্থায় খালেদের নিখোঁজ হওয়ার বিষয়টি সবাইকে উদ্বিগ্ন করে। তার সন্ধান দাবিতে কর্মসূচিও পালন করেছেন সহপাঠীরা।