ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


বুটেক্সের নতুন উপাচার্য শাহ্ আলিমুজ্জামান


৩০ এপ্রিল ২০২৩ ২০:২১

সংগৃহিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান।

রাষ্ট্রপতি ও বুটেক্সের চ্যান্সেলর আগামী চার বছরের জন্য অধ্যাপক শাহ আলিমুজ্জামানকে এই পদে নিয়োগ দিয়েছেন।

আজ রোববার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ১০(১) অনুযায়ী অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হল।

এর মাধ্যমে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে উপাচার্য হিসেবে অধ্যাপক আবুল কাশেমের মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

এর আগে বিভিন্ন মেয়াদে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, টেক্সটাইল ইঞ্জিনিয়াররিং অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

এক প্রতিক্রিয়ায় নতুন উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করব।

নতুনসময়/আইএ