ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


বাজারে আসছে পাট থেকে পলিথিন


৩ অক্টোবর ২০১৮ ০৬:২৬

দীর্ঘদিন কাগজে কলমে থাকলেও এবার বাণিজ্যিক ভাবে পাট থেকে পলিথিন (জুটপলি) উৎপাদন শুরু করছে বাংলাদেশ। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) যুক্তরাজ্যের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে এ বিষয়ে চুক্তি সম্পন্ন করেছে।

মঙ্গলবার (২ অক্টোবর) সচিবালয়ে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরীর উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিজেএমসি’র সচিব একেএম তারেক এবং যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান ফুটামুরা কেমিক্যাল কোম্পানির ম্যানেজার প্রিমি কোউলহার্ড সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিজিএমসি’র চেয়ারম্যান ড. মো. মাহামুদুল হাসান এবং পাট থেকে পলিথিন তৈরির উদ্ভাবক ড. মোবারক হোসেনও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে বাণিজ্যিকভাবে পাট থেকে পলিথিন উৎপাদন শুরু হবে। প্রথমদিকে স্বাভাবিক পলিথিনের তুলনায় এ পলিথিনের ব্যাগের দাম কিছুটা বেশি হবে। তবে উৎপাদন বাড়লে দামের সমন্বয় হয়ে যাবে।

তিনি আরও জানান, পাট থেকে তৈরি এ পলিথিন ব্যাগের নাম হবে ‘সোনালী ব্যাগ’। এটি প্রধানমন্ত্রীর নিজের পছন্দের করা নাম। সারা বিশ্বে এই নামেই পরিচিত হবে পাটের তৈরি পলিথিনের ব্যাগ।

এসএ