ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে বাস পিকআপ সংঘর্ষে নিহত-২


৬ জুন ২০১৯ ০৩:৪২

নতুনসময় ছবি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক এলাকায় পিকআপ ভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। বুধবার দুপুরে এই দূর্ঘটনাটি ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, দুপুরে কালিহাতী উপজেলার সল্লা নামক এলাকায় উত্তর বঙ্গগামী একটি পিকআপ ঘটনাস্থলে পৌছালে ঢাকা গামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় আরো পাঁচজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান চিকিৎসারত অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সজিব (১৪)। তার বাড়ি বাসাইল।'

নতুনসময়/আল-এম