টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার
 
                                টাঙ্গাইলে বিশেষ অভিযানে ১৩০০ পিচ ইয়াবা এবং ১৫০ গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার (২জুন) সকালের দিকে মাদকসহ এদুই ব্যবসায়ীকে আটক করেন।
জানাযায়, টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসআই মোঃ নুরুজ্জামান, মোঃ ছবেদ আলী, এএসআই সুমন চৌধুরীসহ একটি পুলিশের টিম বিশেষ অভিযান পরিচালনা করে সখিপুর থানাধীন নলুয়া আড়ালিয়া পাড়া মোঃ ফজলুল করিমের বসত বাড়ীর দক্ষিন ভিটার টিনসেড ফ্লোর পাকা ভিতর থেকে ১৩০০ পিচ ইয়াবা, ১৫০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মাপার স্কেল,পলিথিনের ছোট খালি প্যাকেট ৩০০টি এবং মাদক বিক্রয়ের নগদ অর্থ ১,৮৩,৩০০টাকাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন।
উল্লেখ্য উক্ত আসামীরা মোবাইল সার্ভিসিং এর ব্যবসার আড়ালে অভিনব কায়দায় মোবাইল এর ভিতর মাদক রেখে সু-কৌশলে বিপুল পরিমান মাদকদ্রব্য টাঙ্গাইল জেলার সখিপুর থানাসহ আশে-পাশের থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইনের ব্যবসা করিতেছিলেন।
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            