ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

১১ জন মিলে ২ বান্ধবীকে গণধর্ষণ, অতঃপর...


৩ জুন ২০১৯ ২১:২১

বন্ধুদের বেঁধে রেখে দুই বান্ধবীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ। ওই ঘটনায় পলাতক রয়েছেন আরও ৫ জন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১ জুন) রাত ১১ টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইছতলা বিলে এ ঘটনা ঘটে। পরে দুই ধর্ষিতার মধ্যে একজন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনের নামে মামলা দায়ের করেছে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, বালুচরের রায়হান (২৩), তমুদ্দি এলাকার শাহিন (২৫), একই এলাকার নিজাম (২২)। গ্রেফতার হওয়া বাকি ৩ জনের নাম প্রকাশ করা হয়নি।

পলাতক রয়েছে, ছনখোলা এলাকার সুজন (২৩), সোহাগ (২৫), তুহিন (২১), মিরকুন্ডি এলাকার নাজিম উদ্দিন (২৫), ছনখোলা এলাকার নাঈম (২০)।

এই মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জুয়েল বলেন, শনিবার রাত ১০ টার দিকে ধর্ষণের শিকার দুই গার্মেন্ট কর্মী তাদের দুই বন্ধু নিয়ে সাবদী এলাকায় ঘুরতে যায়। পরে বন্ধুদের বেঁধে রেখে তাদের আইছতলা রাস্তা থেকে বিলে নিয়ে ১১ জন পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার পর ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


নতুনসময়/এনএইচ