সাবেক প্রেমিকার অ্যাসিড নিক্ষেপে ঝলছে পাইলট
 
                                সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারি অ্যাসিড দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
মুঠোফোনে পারভেজ সানজারি বলেন, 'আমার প্রাক্তন স্ত্রী মিলার অ্যাসিস্ট্যান্ট আমার গায়ে অ্যাসিড ছুড়ে মেরেছে। ওর নাম কিম। আমি এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছি।’
তিনি আরও বলেন, ‘টেলিফোনে বিস্তারিত বলতে পারব না। আপনারা (সাংবাদিকরা) এখানে আসলে আমি আমার বক্তব্য বলব।’
উল্লেখ্য, ১০ বছর চুটিয়ে প্রেমের পর ২০১৭ সালের মে মাসে পাইলট পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা। অথচ বিয়ের মাত্র ১৩ দিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়, এরপর বিচ্ছেদ হয়। তাদের ভেতরের দ্বন্দ্ব রয়েছে এখনো। সম্প্রতি পারভেজ আনসারির বিরুদ্ধে অভিযোগ জানাতে সংবাদ সম্মেলনও করেন মিলা। তার পরপরই মিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন পারভেজ। কিছুদিন আগে মিলার বিরুদ্ধে মামলাও করেছিলেন পারভেজ।’
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            