রাজধানী মালিবাগে ককটেল বিস্ফোরনে এএসআইসহ আহত-২
 
                                রাজধানী মালিবাগ মোড়ে ককটেল বিস্ফোরনে নারী এএস আইসহ দুই জন আহত হয়েছে। আজ রবিবার (২৬ই মে) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানাযায়, ডিউটিরত অবস্হায় ছিলো এএস আই রাশেদা আক্তার বাবলী (২৮) বাম পায়ে ও রিক্সা চালক লাল মিয়া (৫০) মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
ট্রাফিক সার্জেন্ট এনামুল হক তিনি জানান, রাশেদা ডিউটি করার সময় কে বা কাহারা ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে প্বার্শে থাকা একটি গাড়ীতে আগুন ধরে পেছনে আংশিক পুড়ে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ হাসপাতালে আনলে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে পাঠানো হয়।
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            