রাজধানীর ভাটারায় নারীর মৃতদেহ উদ্ধার

রাজধানীর ভাটারা ছোলমাইদ বসুমতি এলাকায় এক বাসা থেকে তানিয়া বেগম (২৭) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ২৬ মে বিকাল ৪ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মৃতদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেন ভাটারা থানার উপ-পরিদর্শক এসআই আল ইমাম রাজন।
এসআই আল ইমাম রাজন জানান, ভাটারা ছোলমাইদ বসুমতি পূর্বপাড়ায় মোজাম্মেল হকের একতলা বিল্ডিং এর একটি বাসার বাহির থেকে তালাবন্ধ অবস্হায় এক নারীর পচাগলা দূর্গন্ধযুক্ত লেপ কাথা বালিশ দ্বারা মুড়ানো পেট দিয়ে নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকাল সোয়া ৪ টায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে তিনি জানান।
নিহতের বাবা চান মিয়া জানান, শাহ আলমের সঙ্গে তানিয়ার দশ বছর আগে বিয়ে হয়েছে। শরীয়তপুরে তার একটি মেয়ে আছে। এক দেড় বছর হলো স্বামীর সাথে রাগারাগি করে সে ঢাকায় চলে আসে আমাদের কারো সাথে যোগাযোগ করে না তার একটা মেয়েও আছে সে মেয়েটি তার স্বামী শাহ আলমের কাছে শরীয়তপুরে থাকে।
নিহতের স্বামী শাহ আলম জানান গত মাসের ২৩ তারিখে ফয়সাল নামে এক যুবকের সাথে ভাটারা আবাসিক এলাকায় আমার কথা হয় সে বলে তানিয়া আমাকে ডিস্টার্ব করে। সেখানে তানিয়াকে পা আঘাতপ্রাপ্ত ভাঙ্গা অবস্থায় দেখি। তানিয়ার ভাই মেহেদী হাসানকে বলি তোমার বোনের এই অবস্থা পরে আর আমার স্ত্রী তানিয়া আমার সঙ্গে কোন যোগাযোগ করেনি। ফয়সালের সাথে তানিয়ার সুসম্পর্ক ছিলো। আর সেই ফয়সালকে গতকাল পুলিশ আটক করেছে।