‘ধর্মবোন’ ডেকে সহকর্মীর বউকে ধর্ষণ
 
                                রাজবাড়ীর গোয়াণন্দে সহকর্মীর স্ত্রীকে ‘ধর্মবোন’ ডেকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, তার স্বামী দৌলতদিয়ায় একটি হোটেলে কাজ করেন। দৌলতদিয়া ইউনিয়নের আয়নাল মাতুব্বরেরপাড়া গ্রামের ইয়াছিন খার ছেলে অভিযুক্ত রোকন খাও একই হোটেলে কাজ করেন।
একসঙ্গে কাজ করায় তার স্বামীর সঙ্গে মাঝে মধ্যে রোকন তাদের বাসায় আসা যাওয়া করতেন। একপর্যায়ে রোকন ওই গৃহবধূকে ‘ধর্মবোন’ ডেকে তাদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেন।
পরে ১৪ মে রাত সাড়ে ৯টার দিকে রোকন গৃহবধূর ঘরে ঢুকে জানতে পারেন তার স্বামী বাসায় নেই। এই সুযোগে সে ওড়না দিয়ে গৃহবধূর মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন। পরে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
চারদিন হাসপাতালে থাকার পর ১৯ মে ছাড়া পান। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত রোকনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নতুনসময়/আইকে

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            