ভোলায় ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পেটালেন কাউন্সিলর
 
                                ভোলায় এক ব্যাবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে নির্যাতন করেছেন কাউন্সিলার পৌর কাউন্সিলর শওকত । বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৩টায় ভোলা জজ কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠে ভোলা সদর রোডে জিয়া মার্কেট এর আলিফ ফ্যাশনের মালিককে আকবর হোসেনকে লোহার রড দিয়ে এলোপাথারী পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শওকাত হোসেনের বিরুদ্ধে।
গুরুতর জখম অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদরে সূত্রে জানায়, ভোলা শহরের আলিফ ফ্যাশনের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন এর বোন বরিশালের বাসিন্দা মিনা বেগম ও তার স্বামী রতন হাওলাদারকে ভোলা জজ কোর্টের জিআরো ডেকে আনেন। বিকাল ৩টার দিকে আকবর ভোলা জজ কোর্টে বোনের সাথে দেখা করতে আসার সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শওকাত ব্যাবসায়ী আকবর হোসেনের পথরোধ ক্যাডার বাহিনী দিয়ে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে ।
এসময় আকবর হোসেন জীবন বাচাঁতে জেলা পরিষদের সামনে আসলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় ব্যাবসায়র সঙ্গে থাকা টাকা দেড় লাখ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ব্যবসায়ী আকবরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। হামলার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আকবরের পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে কাউন্সিলর শওকাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ,ব্যাবসায়ী আকবর এর উপর কোন মারধরের ঘটনা ঘটেনি। তার সাথে কথাকাটাকাটি হয়েছে শুধু মাত্র।
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            