প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা

ঢাকা জেলার আশুলিয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে বিভিন্ন সময় যৌন হয়রানি ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত বখাটে পলাতক রয়েছে।
মঙ্গলবার সকালে আশুলিয়ার তৈয়বপুর রাজপাট এলাকায় ঐ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। পরে রাতেই এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত হিমেল মণ্ডল (২২) আশুলিয়ার দিয়াখালী গ্রামের ফজল মণ্ডলের ছেলে।
ভুক্তভোগীর পরিবার জানায়, তাজপুর মডেল হাই স্কুলের ৮ম শ্রেণি পড়ুয়া ঐ শিক্ষার্থীকে দীর্ঘ দিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল হিমেল মণ্ডল নামে এক বখাটে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঐ শিক্ষার্থীকে বিভিন্ন সময় অপহরণের হুমকি ও মুঠোফোনে অশালীন মন্তব্য করে আসছিল হিমেল।
মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে দিয়াখালী ব্রিজের উপর থেকে জোরপূর্বক ঐ শিক্ষার্থীকে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায় বখাটে হিমেল ও তার সহযোগী ৩ জন। পরে তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর ও ধর্ষণ চেষ্টা করে বখাটেরা।
এ সময় ঐ শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে রাতেই এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, এক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত হিমেলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নতুনসময়/আইকে