হালুয়াঘাটে মাদকসেবী ছেলের হাতে পিতা খুন

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকাসক্ত ছেলের হাতে পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাযায়, হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসী গ্রামের মৃত সুরেশ চন্দ্র সরকারের পুত্র সুনীল চন্দ্র সরকার (৮৫) কে তার ওরসজাত মাদকাসক্ত পুত্র রতন চন্দ্র সরকার (৩২) গত ১৯ মে রাত আনুমানিক আট ঘটিকায় নিজ বাড়িতে নেশার টাকার জন্য পিতা পুত্রের কথাকাটাকাটির এক পর্যায়ে পুত্র রতন সরকার দা দিয়ে পিতার বুকে আঘাত করে।
এ সময় আহত সুনীলকে স্থানীয়রা উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার প্রায় তিন দিন পর ২১মে দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত সুনীল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
এঘটনায় নিহতের বড় ছেলে সুধন চন্দ্র সরকার বাদী হয়ে হালুয়াঘাট থানায় ছোট ভাই রতন চন্দ্র সরকারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার পিপিএম বলেন,তিনি ঘটনাটি অবগত রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় হত্যা মামলা রুজু হয়েছে বলে জানান।
নতুনসময়/আল-এম