নারায়ণগেঞ্জে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
 
                                নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলেকা বেগম (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলা গোপালদী পৌরসভার দাইরাদী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলেকা ওই এলাকার মফিজুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানান, মঙ্গলবার স্বামী মফিজুল ইসলামের সাথে আলেকার পারিবারিক বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়। ঝগড়ার শেষে স্বামী মফিজুল পাওয়ারলুমের কাজ করার জন্য ঘর থেকে বেড়িয়ে যায়। পরে স্ত্রী আলেকা বেগম ঘরের দরজা বন্ধ করে দেয়। পরিবারের সদস্য অনেক চেষ্টা করে তার কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং ঘরে আড়ার সাথে কাপড় পেচিয়ে আলেকার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাসির উদ্দিন জানান, নিহত আলেকা সাত মাসের অন্তঃসত্তা ছিল।
আড়াইহাজার থানা ওসি শফিকুল ইসলাম জানান, এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামীকে পলাতক। তবে এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            