চাপাইঁনবাবগঞ্জে বিজিবি’র পোষাকে ৫০টি মোবাইল ছিনতাই
 
                                চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি শোরুম থেকে ৫০টি র্স্মাটফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিজিবি’র পোশাক পরা ৩ যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কানসাট গোপালনগর মোড়ের কে এস টেলিকম নামের একটি মোবাইল ফোনের শোরুমে এই ঘটনা ঘটে।
শোরুমের মালিক কবিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে একটি মোটরসাইকেলে বিজিবি’র পোশাক পরা তিন ব্যক্তি তার দোকানের সামনে নেমে দ্রুত দোকানে ঢুকে মোবাইল ফোনগুলো একের পর এক নিতে থাকে। এসময় রুবেল নামে এক কর্মী প্রতিবাদ করলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আটক করে নিয়ে যাবার ভয় দেখিয়ে ৫০ পিস স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়।
সিটি টিভির ফুটেজে বিজিবির পোশাক পরা ২ ব্যাক্তিকে দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন নিতে দেখা যায়।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, বিষয়টি ইতিমধ্যেই পুলিশের নজরে এসেছে। দোকান মালিককে সিসি ক্যামেরার ফুটেজসহ শিবগঞ্জ থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম সালাহউদ্দিন জানান, তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন।
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            