টাকা ছাড়া ফাইল নড়ে না ভূমি অফিসে
 
                                ক্যান্টনমেন্ট রাজ্বস্ব সার্কেল, ঢাকা (উত্তরা ৪সেক্টর, ৯রোড ) ভূমি অফিসে মানুষের হয়রানি ও ভোগান্তির যেন শেষ নেই।এই জায়গায় সাধারণ মানুষের কোন মূল্যায়ন করা হয়না । ভূমি অফিসে টাকা টাকা ছাড়া ফাইল নড়ে না।
গত (১২মে থেকে ১৪মে) পর্যন্ত সরজমিনে গিয়ে মানুষের ভোগা দুর্দশার এমন চিত্র দেখা যায়। টাকা ছাড়া ফাইল এই টেবিল থেকে ঐ টেবিলে যায় না ।
একজন ভুক্তভোগী নামজারি করাতে এসে বলেন, ভাই আমার বাপের জনমে এমন দুর্নীতি দেখি নাই। এই জায়গায় টাকা ছাড়া ঠিক মত ফাইল এক টেবিল থেকে আর এক টেবিলে যায় না । আমি একজন চাকীরজীবী মানুষ প্রায় সময় আমার অফিস বাদ দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর কাজ হচ্ছে না। আজকে প্রায় ১৫দিন যাবত শুধু ঘুরতেছি।
নাম প্রকাশ না করার শর্তে অপর একজন ভুক্তভোগী বলেন,গত রবিবারের (১২মে) আমার শুনানি হয়েছে । আজকে আমরা নথি দেওয়ার কথা কিন্তু সকাল থেকে এসে আমার নামজারি নথি খুঁজে পাচ্ছি না। কয়েকবার উপরে নিচে গেলাম তারপরও নথি পাইনি। অবশেষে কানুনগো মো: শফিউল আলম (ভারপ্রাপ্ত) কর্মকর্তাকে কাছে গিয়ে বললে তিনি ফাইলটি খুঁজে বের করে দেন। এর আগে উত্তরা অফিসের একজন কর্মকর্তা বলেন, আপনি কিছু খরচ পাতি দিলেই ম্যাজিসেট্রট কাছে থেকে ফাইল পাস করিয়ে দিবো।
ভূমি অফিসে একজন সার্ভেয়ার কর্মকর্তা বলেন, আরে ভাই আপনি কিছু খরচ পাতি দিয়ে যান আপনার কাজ হয়ে যাবে। কেন শুধুশুধু কষ্ট করছেন। এই যদি হয় একজন দায়িত্ববান ভূমি অফিসারের কর্মকর্তা কথা তাহলে ঐ অফিসে সেবার নামে কি হচ্ছে এটা বুঝতে আর কষ্ট হয়না।
এই অফিসের কানুনগো মো: শফিউল আলম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কিছু মানুষের জন্য খারাপ হতে হয়। আমার কাছে যারাই আসেন কাগজপত্র ঠিক থাকলে আমি সাথে সাথে স্বাক্ষর করে দেই। আমরা তো আছি মানুষের সাহায্য করার জন্য। এটাই আমাদের কাজ। এজন্য আমরা সরকারের কাছে থেকে প্রতি মাসে বেতন নিয়ে থাকি।
তিনি অসাধু কর্মচারীদের প্রসঙ্গে বলেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এরপর থেকে যেন কোন মানুষ এই ভাবে হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখবো।
ক্যান্টনমেন্ট রাজ্বস্ব সার্কেল, ঢাকা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিসেট্রট রিফাতের সাথে এই বিষয়ে কথা বলতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় । ঐ অফিসে একজন কর্মকর্তা বলেন স্যার মিটিংয়ে আছেন এজন্য তার মোবাইল বন্ধ।
নতুনসময়/আনু/আইকে

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            