ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

লক্ষীপুরে শিশুকে যৌন হয়রানির পর পালিয়ে গেল মেম্বার


২০ মে ২০১৯ ২০:৩৩

প্রতীক ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় সাত বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম আবু সিদ্দিক। তিনি দালাল বাজার ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

ঘটনার পর থেকে আবু সিদ্দিক আত্মগোপনে রয়েছেন।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ইউপি সদস্য আবু সিদ্দিক শিশুটির মায়ের খোঁজে তাদের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন শুরু করেন আবু সিদ্দিক। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থেকে আবু সিদ্দিক আত্মগোপনে রয়েছেন।

দালাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিশুকে যৌন নিপীড়নের বিষয়ে তার পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে।