ভোলায় যৌতুকের জন্য স্বামী নির্যাতন করে স্ত্রীর চুল কেটে দিলো
 
                                ভোলার লালমোহনে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছে স্বামী। লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা সাতবাড়িয়া আফির উদ্দিন মালেগো বাড়িতে এ ঘটনা ঘটে।
শনিবার রাতে লালমোহন থানায় অভিযোগ দিতে এসে স্ত্রী আকলিমা জানান, তার স্বামী মিজান ঢাকা কাপড় ব্যবসায়ী।
গত ১২ মে ঢাকা থেকে এসে আকলিমার কাছে ৩০ হাজার টাকা চায়। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় এক পর্যায়ে আকলিমার দুই হাত পেছন দিকে বেঁধে ফেলে মিজান। পরে কেচি দিয়ে আকলিমার মাথার চুল কেটে দেয়। এসময় কেচি দিয়ে তাকে খুচিয়ে জখমও করে স্বামী মিজান। পরে আকলিমা লালমোহন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।
আকলিমা আরো জানায়, ৫ বছর আগে মিজানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য বিভিন্ন সময় তার উপর নির্যাতন করতো স্বামী মিজান। এ ঘটনায় শনিবার রাতে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেছে আকলিমা।’
নতুনসময়/আল-এম

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            