ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো মাদক ব্যবসায়ী মিলন


১৮ মে ২০১৯ ০৪:১৫

প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে মাদক ব্যবসায়ী মিলন (৩২)।

জানা গেছে, গত ১৫ মে বুধবার রাতে মোহনপুর থানার এসআই জান্নাতুল ফেরদৌস সঙ্গীয় ফোর্স ও পুলিশের সোর্স হাসিবুলকে সাথে উপজেলার ধোরসা গ্রামে অভিযান চালিয়ে কোটালীপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মাদক ব্যবসায়ী মিলন (৩২) গ্রেপ্তার করে হাতে পুলিশের হ্যান্ডকাপ পরিয়ে দেয়। রাস্তায় নিয়ে আসার সময় পুলিশের সোর্স হাসিবুলের কাছ থেকে মাদক ব্যবসায়ী মিলন হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর থেকে হ্যান্ডকাপ উদ্ধারের জন্য এস আই জান্নাতুল ফেরদৌস মরিয়া হয়ে উঠে। মাদক ব্যবসায়ী মিলনের মোবাইল ফোন ০১৭৮০ ৭৮০৯১০ নম্বর এ স্ত্রী কারিমা খাতুন ফোন দিলে পুলিশ ফোন রিসিভ করলে মিলনের স্ত্রী বলে কে আপনি? আমার স্বামীর ফোন আপনার কাছে কেন? আমার স্বামী কই? তাকে ফোনটা দেন তখন এসআই জান্নাতুল ফেরদৌস বলে তোমার স্বামী পুলিশের হ্যান্ডকাপ সহ পালিয়েছে।

সে বাড়ীতে আসা মাত্রই তাকে আটকে রেখে আমাকে ফোন দিও বলে ফোন কেটে দেন। পুলিশ মিলনের ছোট ভাই রিপন (২৬) কে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হ্যান্ডকাপের চাবি দিয়ে তার মাধ্যমে গভীর রাতে হ্যান্ডকাপ উদ্ধার করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তা ধামাচাপা দেয়ার জন্য মতিহার গ্রামের মাদক ব্যবসায়ী বেলাল (৩৭) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেনের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। মোহনপুর থানার এস আই জান্নাতের ডেকে ওসি জিজ্ঞাসা করলে তিনি কৌশলে এড়িয়ে যান। বৃহস্পতিবার এলাকায় গিয়ে জাহানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলীর সাথে কথা বলে জানা গেছে, মিলন ভালো ছেলে না সে মাদক বিক্রেতাদের সাথে ঘোরে ইতিপূর্বে জেল খেটেছে। নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল শিক্ষক বলেন, গতকাল মিলন পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়েছে বিষয়টি এলাকায় শোনা যাচ্ছে। মাদক ব্যবসায়ী মিলনের স্ত্রী কারিমা খাতুনের সাথে কথা বলে জানা গেছে,আমার স্বামী ভটভটি চালক সে সিমেন্ট নিয়ে আসার জন্য রাজশাহীতে গিয়েছিল। আমার স্বামী রাতে বাড়িতে না ফিরায় মোবাইল ফোন দিলে পুলিশ ফোন রিসিভ করে বলে তোমার স্বামী হ্যান্ডকাপসহ পালিয়েছে বাড়ীতে আসলে তাকে আটকে রেখে ফোন দিও। এ ঘটনার পর আমার স্বামীর মোবাইল ফোন পুলিশের কাছে থাকায় আমি তার সাথে যোগাযোগ করতে পারছিনা সে এখনো বাড়ী ফিরে আসেনি।

নতুনসময়/আইকে