গণধর্ষণের পর কিশোরীকে পিটিয়ে আহত, গ্রেপ্তার-২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর ধর্ষিতাকে পিটিয়ে আহত করেছে ধর্ষকরা।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারগাও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শাহিন ও আনোয়ার নামের দুইজনকে গ্রেফতার করেছে।
ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় এক দিনমজুরের কিশোরি কন্যাকে (১৭) রাস্তায় একা পেয়ে মুখ চেপে বাড়ির পাশে খালি মাঠে নিয়ে যায় চার যুবক। সেখানে পালাক্রমে ধর্ষণ করা হয় কিশোরীকে। কিশোরিটি এক পর্যায়ে চিৎকার করলে ধর্ষকরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায় এবং তাদের নাম না বলতে ধর্ষিতাকে হুমকি দিয়ে যায়।
পরে ধর্ষিতা বাড়িতে এসে তার পরিবারের কাছে ঘটনাটির বর্ণনা দিলে আজ শুক্রবার দুপুরে ধর্ষিতার বাবা আড়াইহাজার থানায় চার ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, নরসিংদী জেলার তাওড়া এলাকার শাহিন (১৮), উপজেলার উপজেলার চারগাও এলাকার সরফত আলীর ছেলে আক্তার হোসেন (২৫), রতন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২০) ও কাউসার (২৫)। এর মধ্যে শাহীন ওই কিশোরীর বোনের দেবর বলে জানা যায়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত শাহিন ও আনোয়ারকে গ্রেফতার করেছে।
আড়াইহাজার থানার দায়িত্বপ্রাপ্ত ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং ধর্ষণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুত বাকিদেরও গ্রেফতার করা হবে।
নতুনসময়/আইকে