ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জে জমি ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেফতার-১


১৮ মে ২০১৯ ০০:৪৪

নতুনসময় ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রæতার জের ধরে সোহেল মোল্লা নামে এক জমি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর, কালনী ওলপ এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় কামরুজ্জামান আজাদ নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কামরুজ্জামান আজাদ ওলপ কালনী এলাকার আব্দুল আজিজ আজাদের ছেলে।

জুয়েল মোল্লা জানান, পূর্ব শত্রুতার জের ধরে তিরমারা জিন্দা এলাকার জাকির হোসেন আকন্দ, সায়েম আকন্দ, কামরুজ্জামান আজাদ, নাহিদ আকন্দ সহ অজ্ঞাত ৪/৫ জন দেশিয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে জিন্দা মাইজপাড়া এলাকায় পথরোধ করে জুয়েল মোল্লার বড়ভাই সোহেল মোল্লাাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পায়ের রগ কেটে দেয়। একপর্যায়ে হামলাকারীরা সোহেল মোল্লার কাছে থাকা জমি বায়নার ২লাখ ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়। সোহেল মোল্লার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় সোহেল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। কামরুজ্জামান আজাদ নামে এক আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

নতুনসময়/আল-এম,