কলেজ ছাত্রীকে হত্যা করে উধাও শশুরবাড়ির সবাই

বগুড়ার নামুজায় যৌতুকের দাবিতে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম সাবিরা বেগম (১৮)। সে বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া গ্রামের সাব্বির হোসেনর স্ত্রী।
বৃহষ্পতিবার (১৬ মে) সকালে নামুজা বগারপাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে নিহতের স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি।
স্থানীয়রা জানায়, নামুজা বগারপাড়া গ্রামের সেকেন্দার মহুরীর ছেলে সাব্বির হোসেন তার প্রথম স্ত্রীকে তালাক দেয় এক বছর আগে। এরপর একই গ্রামের খশরু মিয়ার মেয়ে সাবিরা বেগমকে বিয়ে করে। বিয়ের সময় কোন যৌতুক লেনদেন না হলেও জামাইকে চাকুরি নিয়ে দেয়ার জন্য টাকা দিয়ে সহযোগিতা করার কথা ছিল।
এদিকে সাবিরা বিয়ের পর কলেজে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করলে তা নিয়েও স্বামীর সাথে দাম্পত্য কলহ দেখা দেয়। এদিকে সাব্বীর কোন চাকুরি না পেয়ে আদালতে মহুরীর কাজ শুরু করে।
বৃহস্পতিবার সকালে সাবিরার লাশ বাড়ির উঠানে ফেলে রেখে স্বামীর বাড়ির লোকজন পালিয়ে যায়। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, নিহতের গলায় কালো দাগ দেখা গেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নতুনসময়/আইকে