ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

গাজীপুরে হিজবুত তাহরীরের দুই সদস্য আটক


১৭ মে ২০১৯ ০১:০৩

নতুনসময় ছবি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের অর্থ যোগানদাতা ও থিংক ট্যাঙ্কসহ দুইজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার সকালে র‌্যাব-১এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদরের বহুলী এলাকার সুরুজ্জামান শেখের ছেলে মো. হামিদ সিরাজী (৩৩) ও ঢাকার ধানমন্ডি এলাকার মৃত আবু হেনা ফজলে এলাহীর ছেলে মো. ওসামা ফজলে এলাহী (২৯)। হামিদ সিরাজী গাজীপুর শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর সাটিয়াবাড়ি এলাকায় এবং ওসামা ফজলে এলাহী চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানাধীন কুঞ্জছায়া এলাকায় থাকতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গত ১৪ মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের বেশ কিছু সদস্য সাটিয়াবাড়ি এলাকায় দেলোয়ারের বাড়িতে হামিদ সিরাজীর ভাড়াকৃত রুমে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দল্লাহ আল-মামুনের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মো. হামিদ সিরাজীকে আটক করা হয়।

এ সময় তার রুম তল্লাশী করে উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করণের ২৩টি বই, একটি নোটবুক, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতের দেয়া তথ্য মতে র‌্যাবের ওই অভিযানিক দলটি চট্টগ্রামের কুঞ্জছায়ায় অভিযান চালিয়ে ওসামা ফজলে এলাহীকে আটক করে।

আটককৃত ওসামা ফজলে এলাহী ওই সংগঠনের অন্যতম থিংক ট্যাঙ্ক ও অর্থদাতা। তারা ফেসবুক পেজ খুলে ওই পেজের অ্যাডমিন হিসেবে আন্তর্জাতিক উগ্রবাদী মতাদর্শের সমর্থনে বিভিন্ন পোস্ট কর আসছিল। ওই পোস্টগুলো লিফলেট আকারে প্রচারের জন্য ওসামা হামিদ সিরাজীকে বিকাশের মাধ্যমে আট হাজার টাকা দেয়। তারা তাদের অন্য সদস্যদের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করার জন্য উগ্রবাদী বই বিলি, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদান করে একে অপরকে সাহায্য করাসহ উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিল।'

নতুনসময়/আল-এম,