ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আরেক ভাই গুরুতর আহত


১৪ মে ২০১৯ ২০:৪৫

প্রতীক ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত বড় ভাইয়ের নাম মো. অজিউল্যাহ (৩৮)। 

বসতঘরের ওপর দিয়ে বৈদ্যুতিক লাইনের তার যাওয়ার ঘটনা নিয়ে সোমবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। 

সুবর্ণচরের চরজব্বর থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, ছোট ভাইয়ের বসতঘরের ওপর দিয়ে বড় ভাইয়ের বৈদ্যুতিক লাইনের তার যাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই সুমন বড় ভাই অজিউল্যাহ ও রফিক উল্যাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক  বড় ভাই অজি উল্যাহকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই সুমন আত্মগোপন করেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে ঘটনার বিষয়ে নিহতের পরিবার এখনও থানায় কোনো অভিযোগ করেনি।’

নতুনসময়/আল-এম