কুমিল্লায় ছুরিকাঘাতে ছাত্র খুন

কুমিল্লা নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার রাত নয়টার দিকে নগরীর মোগলটুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আজমাইন আদিল। সে চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের আ: ছাত্তারের ছেলে এবং কুমিল্লা মর্ডান হাইস্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর মোগলটুলী এলাকায় মোটরসাইকেল আগে যাওয়া নিয়ে অপর এক মোটরসাইকেল চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয় আদিলের। পরে রাত আটটার দিকে একই এলাকায় দুই গ্রুপ মুখোমুখি হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
এসময় অপর পক্ষের ছুরিকাঘাতে আদিল গুরুতর আহত হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আদিলকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-এ সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান, আদিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
নতুনসময়/আল-এম