রাজধানীতে বাসা থেকে মা-মেয়ে-ছেলেসহ তিন জনের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরখানের একটি বাসা থেকে মা-ছেলেসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
উত্তরখানের ময়নারটেক এলাকায় একটি বাসা থেকে পচা গন্ধ পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়।
উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। বাইরে থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। দরজা ভেঙে দেখা যায় তিনটি লাশ মেঝেতে পড়ে আছে।
তিনি বলেন, লাশগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই থেকে তিনদিন আগে তাদের মৃত্যু হয়েছে। মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
নতুনসময়/এনএইচ