ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

ছাত্রলীগ সভাপতির বাড়ি থেকে পিস্তল-ইয়াবা উদ্ধার


১১ মে ২০১৯ ০৬:৫৬

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানীর বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ৫৬ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

আটক করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরলালপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেনকে (৩৪) ও বুড়িচং উপজেলার মোকাম গ্রামের মোহাম্মদ হোসেন ভুইয়ার ছেলে মোঃ শাহীন ভূইয়াকে (৩৮)। এসময় বাড়ির মালিক মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানীকে খুঁজে পাওয়া যায়নি।

র‌্যাব-১১, সিপিসি-২, কমিল্লা এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক প্রণব কুমার জানান, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার গ্রামের হাজী সিদ্দিকুর রহমানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবদুল কাদের জিলানীর বাড়িতে মাদক বিক্রি হচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। এ খবরে র‌্যাব শুক্রবার ভোরে আবদুল কাদের জিলানীর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও ৫৬পিস ইয়াসা উদ্ধার করে। এই সময় দুইজনকে আটক করা হলেও বাড়ির মালিক জিলানীকে পাওয়া যায়নি।

উল্লেখ্য- কুমিল্লার নিমসার বাজারের ইজাদার আবদুল্লাহ আল মামুন ১৬এপ্রিল কুমিল্লা নগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন-মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানীর গ্রুপ বাজারের খাজনা তুলতে বাধা দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে।

নতুনসময়/আইকে