ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

অভিনেত্রী তমার আত্মহত্যা: রনিকে সন্দেহ করছে পুলিশ


১০ মে ২০১৯ ১৩:৩৯

রাজধানীর আদাবরের বাসায় নির্মাতা শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী তমা খান আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ শামীম আহমেদ রনি, বাসার কাজের বুয়াসহ কয়েকজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছে। তাদের সন্দেহের তীর রনির দিকে।

এদিকে তমার আত্মহত্যার ঘটনাকে ঘিরে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। পুলিশে ধারনা, দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী বলেছে, পারিবারিক কলহের কারণে তমা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তার ফেসবুকে থাকা ছবি ও স্ট্যাটাসও একই কথা বলছে। তমার মৃত্যুরর পর তার ফেসবুক ওয়ালে তার বন্ধুরা অনেকেই নানা ধরণের লেখা পোস্ট করছেন। সেখানে রনিকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। আদাবর থানা পুলিশ এ বিষয়গুলো খতিয়ে দেখছে।

জানা গেছে, রনি ও তমার বিয়ে হয় ২০১১ সালের ১৬ ডিসেম্বর। এরপর ২০১৭ সালের অক্টোবরে তাদের দাম্পত্য জীবনের ঝামেলার কথা মিডিয়ায় আসে। সে সময় রনির বিরুদ্ধে ডিভোর্স নিয়ে জালিয়াতি মামলার অভিযোগ করছিলেন তমা খান।

উল্লেখ্য, শামীম আহমেদ রনি পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হচ্ছে রানা পাগল, দ্যা মেন্টাল। ছবি দুটি মুক্তি পায় ২০১৬ সালে। এছাড়া রনি পরিচালিত সিনেমার গুলোর মধ্যে রয়েছে- বসগিরি, ধ্যাততেরিকি, রংবাজ ও শাহেনশাহ।

এ বিষয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেলিম ভূঁইয়া জানান, তমা খানের মরদেহে কোনো জখম ছিল না। দু’হাতে কিছু পুরনো দাগ রয়েছে। তবে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে এখন কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট হাতে পাওয়ার পরই তমার মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

অপরদিকে বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে তার মরদেহ স্বজনরা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নিয়ে গেছেন।

নতুনসময়/আইকে