পুলিশের এসআইকে প্রকাশ্যে পেটাল আ’লীগ নেতা

প্রকাশ্যে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে পৌর আওয়ামী লীগ নেতা ও তার পুত্র। এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর পৌর থানার পুলিশ, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন সরকার (৫২) ও তার দুই ছেলে তুষার হোসেন সরকার (৩২) শিশির হোসেন সরকারকে (৩০) গ্রেফতার করেছে।
শ্রীপুর থানার এসআই আহসানুজ্জামানকে পেঠানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা চালান দেওয়া হয়েছে। ঘটনার দিন পৌর শহরের মধ্যবাজারে অপরিকল্পিতভাবে একটি পিক-আপ দাঁড়িয়ে থাকে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে ইফতার নিতে আসা লোকজন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। আর এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ক্ষিপ্ত হয়ে ওই পিক-আপ চালককে মারধোর শুরু করে এসময় ওই পিকআপের পেছনে মোটরসাইকেলে ছিলো এসআই আহসানুজ্জামান। তিনি তখন ওই ঘটনার প্রতিবাদ করলে ওই আওয়ামী লীগ নেতা তাকে মারধোর করে।
স্থানীয়রা জানায়, পৌর শহরের মধ্যবাজারে অপরিকল্পিতভাবে একটি পিক-আপ দাঁড়িয়ে থাকে। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হলে ইফতার নিতে আসা লোকজন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। তাই এসআই আহসানুজ্জামান পিক-আপটি সরিয়ে নেয়ার কথা বলে। এ নিয়ে এসআই ও আওয়ামী লীগ নেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিতা-পুত্র ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়।
নতুনসময়/আইকে