ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

পুলিশ লাইনে আত্মহত্যা করলেন নারী কনস্টেবল


৯ মে ২০১৯ ০৫:৪৪

টাঙ্গাইল পুলিশ লাইনের এক নারী পুলিশ সদস্য (কনস্টেবল) নিজ কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যাকারী পুলিশ সদস্যের নাম শারমিন আক্তার (২২)। শারমিন আক্তারের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, টাঙ্গাইল পুলিশ লাইনের কনস্টেবল শারমিন আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার মরদেহের সুরতহাল রিপোর্ট করেন। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শারমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম।

নতুনসময়/আইকে