ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল আটক

রাজধানীর আরামবাগে ১০ হাজার একশ' পিস ইয়াবাসহ মাহফুজ (৩৮) নামে চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে র্যাব-২ এর আভিযানিক দল। মঙ্গলবার রাতে পেশাদার ওই ইয়াবা ব্যবসায়ীকে এএসআই'র ইউনিফর্ম পরিহিত অবস্থায় গ্রেফতার করা হয়।
বুধবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর আরামবাগ এলাকা থেকে পুলিশের চাকরিচ্যুত ওই কনস্টেবলকে এএসআই'র ইউনিফর্ম পরিহিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। অথচ তার কাছে কনস্টেবলের কার্ড পাওয়া যায়। র্যাব সদস্যরা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মাহফুজ চাকরিচ্যুত কনস্টেবল ও পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে জানান। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার একশ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে পুলিশের পোশাক পরে টেকনাফ ও কক্সবাজার থেকে ইয়াবা আনতো। পুলিশের পোশাক পরে থাকার কারণে তাকে কেউ সন্দেহ করতো না।
গ্রেফতার মাহফুজ ২০০৭ সালে পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দিয়ে ২০১৩ সালে চাকরিচ্যুত হয়।
নতুনসময়/এনএইচ