ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত, অপহৃত-১


৮ মে ২০১৯ ২২:৩৯

সংগৃহীত

বান্দরবান সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছেন। এ সময় একই সংগঠনের এক কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালীতে এই ঘটনা ঘটে।

নিহত জেএসএস কর্মীর নাম বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫)। তার বাড়ি রাঙামটি জেলায়। তিনি তাইংখালী বাজারের মুদী ব্যবসায়ী ছিলেন।
অপহৃত জেএসএস কর্মীর নাম পুরাধন তঞ্চঙ্গ্যা (৩২)। তিনি তাইংখালী এলাকার নয় নম্বর রাবার বাগানের শৈলতন পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য মং এনু মারমা বলেন, মঙ্গলবার রাতে দাদা শ্বশুরের বাড়ি থেকে ডেকে নিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় বিনয় তঞ্চঙ্গ্যাকে। একই সময় পুরাধন তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও কেউ বলতে পারছে না।

পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। সেনাবাহিনীর সদস্যরাও সেখানে অভিযানে যায়।

নতুনসময়/আল-্এম,