রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ফিট রাস্তার পাশে (ডুমনীতে) র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন ব্যবসায়ী। যদিও নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব।
সোমবার (৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ৩০০ ফিটসংলগ্ন ডুমনী সড়কের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গণামধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে একদল মাদক ব্যবসায়ীকে ধরতে রাতে খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় অভিযানে যায় তারা। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে একজনকে পড়ে থাকতে দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।
নতুনসময়/আইকে