ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

স্ত্রীর নির্যাতন সইতে না পেরে স্বামীর আত্মহত্যা


৭ মে ২০১৯ ০৪:৩৬

বান্দরবানের সাইফুল ইসলাম সোহেল(২০) প্রেম করে বিয়ে করছিলেন হামিদা বেগমকে। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় এই ভালোবাসা পরিণত হল বিভীষিকায়। দিনমজুর সোহেল তার স্ত্রীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার এ ঘটনা ঘটে গণমাধ্যমকে জানান এলাকাবাসি।

স্থানীয়রা জানান, দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকেই রসুলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে হামিদার সঙ্গে সোহেলের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে সাংসারিক কলহ চলে আসছিল তাদের মধ্যে। স্ত্রী হামিদা বেগম প্রতিনিয়ত স্বামীকে মানসিক নির্যাতন করে আসছিল। স্ত্রীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সাইফুল।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সদস্য আরেফ উল্লাহ ছুট্ট গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাড়া বাসায় আত্মহত্যা করেন সোহেল। পরে থানায় খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জায়েদ নুর বলেন, সাইফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে- এটা আত্মহত্যা নাকি হত্যা।


নতুনসময়/আইকে