ডাকাতের গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতের গুলিতে মো. আমিন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কতৃপক্ষ।
রবিবার রাতে উক্ত এলাকার পূর্ব সেন্টার পাড়ায় ডাকাতির সময় এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
তিনি বাঁশখালী উপজেলার পুকুররিয়া ইউনিয়নের সৈয়দ আহমদের ছেলে। গুলিবিদ্ধ আমিনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতির উদ্দেশে নিহত আমিনের বাড়িতে ঢুকে ডাকাতের দল। এ সময় নিহত আমিন বাড়ির অদূরে লিচু বাগান হাতির উপদ্রব থেকে বাঁচাতে পাহাড়া দিচ্ছিলেন। বাড়িতে ডাকাত ঢোকার খবর পেয়ে লোকজন নিয়ে আগুনের মশাল জ্বালিয়ে বাড়িতে আসেন আমিন। তাকে দেখামাত্র গুলি ছুঁড়ে এক ডাকাত। এতে তিনি বুকে গুলিবিদ্ধ হন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ডাকাতির উদ্দেশে একদল নিহত আমিনের বাড়িতে ঢুকে। পরে তিনি ডাকাতের গুলিতে মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
নতুনসময়/আইকে