সাতক্ষীরায় নতুনসময় টিভির প্রতিনিধির মৎস্যঘেরে বিষ প্রয়োগ

সাতক্ষীরায় নতুন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধির মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে ১৩ লক্ষধিকের ও বেশি টাকার ক্ষতি করা হয়েছে বলে জানাগেছে।
সোমবার গতরাতে কে বা কারা তার মৎস্যঘেরে বিষ দেয় সকালে ঘেরে যেয়ে দেখেন মাছ লাফা লাফি করছে তখন ঘেরের পানি মুখে দিয়ে দেখলে বিষের গন্ধ পাওয়া যায়। বাগদা,গলদা,পোনা সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৩ লক্ষধিক টাকার ও বেশি মাছ মারা গেছে বলে জানাগেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।’
নতুনসময়/আল-এম