নুসরাত হত্যায় সাক্ষ্য দিয়েছেন দুই সহপাঠী

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই সহপাঠীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। রোববার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে সাক্ষ্য দিয়েছেন তারা।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের ওসি মো. শাহ আলম বলেন, নুসরাত হত্যা মামলায় তার দুই সহপাঠী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো যাবে না।
এর আগে আদালতে নুসরাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আবদুর রহিম ওরফে শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ।
নতুনসময়/এনএইচ