ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

নারীসহ ৪ জনের পেটে ৬,৬০০ পিস ইয়াবা


৬ মে ২০১৯ ০৩:৫২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে একটি বাসে তল্লাসী করে এক নারীসহ চার জনের পেট থেকে ছয় হাজার ছয় শত পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার হাসান শেখ বাবু, ফারজানা আক্তার, আকাশ আহমেদ ও যশোরের অভয়নগর উপজেলার আবির আহমেদ বাঁধন।

ডিবি পুলিশ জানায়, এসআই ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে রবিবার ভোররাতে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাসী চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে নগরীর একটি ক্লিনিকে নিয়ে তাদেরকে এক্সরে করে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় ডিবি পুলিশ। পরে বিশেষ পদ্ধতিতে (মলদ্বারের মাধ্যমে) তাদের পেট থেকে প্যাকেটজাত এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা প্যাকেটজাত ইয়াবা পেটে বহন করে কক্সবাজার থেকে নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে বলে জানায় ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


নতুনসময়/এনএইচ