নারায়ণগঞ্জে বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে হত্যা

নারায়ণগঞ্জে ৭০ বছর বয়সী এক নারীকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহত আমেনা বেগম ওই এলাকার আব্দুল গফুরের মেয়ে।
রবিবার ভোরে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই বিজয় এলাকাবাসীর বরাত দিয়ে জানান, উলুকান্দি পূর্বপাড়া এলাকায় একটি টিনের ঘরে আমেনা একাই থাকতেন। ভোরে দুর্বৃত্তরা মশারি দিয়ে আমেনার হাত-পা মুখ বেঁধে কেরোসিন বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুনে ধরিয়ে দেয়। আমেনার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।’
নতুনসময়/আল-এম