ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

দুর্নীতির দায়ে বিমানের এমডিসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দুদকের


৩ মে ২০১৯ ০৭:৪৪

ফাইল ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মুনীম মোসাদ্দিক আহম্মেদসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের ইমিগ্রেশন শাখায় চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মুনীম মোসাদ্দিক আহম্মেদ ছাড়া আরও যাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার জি এম জাকির হোসেন, মো. মিজানুর রহমান ও এ কে এম মাসুম বিল্লাহ, জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার ও সিবিএ নেতা মো. মশিকুর রহমান, কমার্শিয়াল সুপারভাইজার মো. রফিকুল আলম ও গোলাম কায়সার আহমেদ, কমার্শিয়াল অফিসার মো. জাওয়েদ তারিক খান ও মাহফুজুল করিম সিদ্দিকী এবং জুনিয়র কমার্শিয়াল অফিসার মারুফ মেহেদী হাসান।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।