ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

যাত্রাবাড়ী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মার্কেটিং কর্মকর্তা, থানায় জিডি


৩ মে ২০১৯ ০৫:০৫

যাত্রাবাড়ী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মার্কেটিং কর্মকর্তা, থানায় জিডি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক কোম্পানির মার্কেটিং কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম অশেষ চন্দ্র দেব শর্মা। বুধবার সন্ধ্যার পর বাসা থেকে বের হওয়ার পর তার আর কোন খোঁজ পায়নি পরিবার। বৃহস্পতিবার এ বিষয়ে নিখোঁজ অশেষ চন্দ্রের স্ত্রী পুস্প রাণী যাত্রাবাড়ী থানায় একটি জিডি দায়ের করেছেন।

নিখোঁজের স্ত্রী পুস্প রাণী জানান, সন্ধ্যার দিকে মার্কেটের টাকা উঠানো ও মোবাইল সার্ভিসিং করার জন্য তার স্বামী বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় তিনি মোবাইল ফোনে কল করেন। পরে তিনি মোবাইল বন্ধ পান। এরপর তার আর কোন হদিস পাচ্ছেন না।

তিনি জানান, দুই দিন অতিবাহিত হয়ে গেলেও কোন সন্ধান পাচ্ছেন না। এ কারণে তিনি থানার স্মরানাপন্ন হয়েছেন।

এদিকে হটাৎ করেই অশেষ চন্দ্রের রহস্যজনক নিখোঁজে পরিবারের চরম আতঙ্ক বিরাজ করছে। তারা নানা ধরনের আশঙ্কা করছেন। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত সন্ধানের জন্য প্রশাসেনর প্রতি আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পুলিশের পক্ষ থেকে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচেছ বলে নিশ্চিত করা হয়েছে।