ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা


২ মে ২০১৯ ২৩:৫৩

সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে একই উপজেলার দড়িসোম গ্রামের আউয়াল হোসেনের ছেলে ইউনুস মিয়া।

উপজেলার ভাতারত্তী এলাকায় বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশের সোর্সের নাম মাসুদ মিয়া (৩০)। তিনি ভাতারত্তী গ্রামের মতিউর রহমানের ছেলে। গাঁজা বিক্রিতে বাধা দেয়া তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক সজীব জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে।

নতুনসময়/আল-এম