ভোলায় যৌতুকের জন্য স্ত্রীর চোখ উঠালেন স্বামী!

ভোলায় যৌতুকের টাকা না দেওয়া কাটা চামুচ দিয়ে স্ত্রীর চোখ উঠালো পাষন্ড স্বামী।
আজ (বুধবার) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা রাস্তার পাকারমাথা এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়সূত্রে জানায়, ওই এলাকার বাসিন্দা কাদির মিয়ার ছেলে মো. সাকিল (২৬) সাথে বিবাহ হয় মুক্তা বেগম (২২) বিবাহের পর থেকে প্রায় সময়ই স্ত্রীকে মারধর করতো। এরই ধারাবাহিকতায় আজ সকালের দিকে সাকিল যৌতুকের জন্য স্ত্রী মুক্তাকে পিঠিয়ে কাটা চামমুচ দিয়ে চোখ উঠিয়ে আহত করেন।
আহত মুক্তার বাবা জানান, বিয়ের সময় জামাইকে নগদ ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরে ফানির্চার এর জন্য নগদ আরো টাকা দিয়েছি। পুনরায় টাকার জন্য মেয়েকে মারধর করেছে।
তবে যৌতুক নেয়ার বিষয়ে স্বীকার করে সাকিল বলেন, আমি থাপ্পর মেরেছি থাপ্পর ওর চোখে লাগছে। এতে চোখ ফুলে যায়।
বর্তমানে আহত মুক্তা বেগম ভোলা সদর হাসপাতালে মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এঘটনায় সাকিল ও তার বাবাকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
এবিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম জানান, আমি ঘটনাটি শুনার সাথে সাথে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছি। এঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার। অভিযুক্ত স্বামী সাকিল ও তার বাবাকে গ্রেফতার করা হয়েছে।
নতুনসময়/আল-এম