ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

অপহৃত হওয়া নানা-নাতিকে খুঁজতে গিয়ে পাওয়া গেল নারীর গলিত মরদেহ


২ মে ২০১৯ ০১:৩৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ে গরু চড়াতে গিয়ে অপহৃত হওয়া নানা-নাতিকে খুঁজতে গিয়ে এক নারীর গলিত মরদেহ পেয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। ওই নারীর আনুমানিক বয়স ২৫ বছর।

মঙ্গলবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চৌকিদারপাড়া সংলগ্ন গহীন পাহাড় থেকে অজ্ঞাত এ নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এবিএমএস দোহা।
তিনি বলেন, গেল সোমবার টেকনাফের বাহারছড়ার দক্ষিণ শীলখালী চৌকিদারপাড়া সংলগ্ন পাহাড়ে গরু চরাতে গিয়ে সফর মুল্লুকের ছেলে মো. কাশেম (৫৫) ও আব্দুল করিমের ছেলে মো. সেলিম উল্লাহ (১২) অপহৃত হন।
পরে তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে গতকাল বিকেলে ওই পাহাড়ে অভিযানে যায় পুলিশ। সেখানে গিয়ে এক নারীর মাটিতে পুঁতে রাখা গলিত মরদেহ পায় পুলিশ। তবে মরদেহের কোনও পরিচয় পাওয়া যায়নি।
অপহৃত মো. সলিম উল্লাহর বাবা আব্দুল করিম বলেন, প্রতিনিয়ত ওই পাহাড়ে গরু চরাতে যায় স্থানীয় বাসিন্দারা। তবে পাহাড়ে কিছু সশস্ত্র মুখোশধারী অবস্থান করছে কয়েকদিন ধরে। তারা এলাকার আরও কয়েকজন রাখালকে মারধর করে। গেল সোমবার আমার শ্বশুর ও ছেলে গরু চরাতে গেলে তাদের অপহরণ করে নিয়ে যায়। তাদের মঙ্গলবার ছেড়ে দেওয়ার কথা ছিল। দুপুর পর্যন্ত ছেড়ে না দেওয়ায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের কোনও পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে মরদেহটি দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনার মামলার প্রক্রিয়া চলছে।


নতুনসময়/এনএইচ