শ্যালক হত্যার ঘটনায় প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে মামলা

কুমিল্লার লাকসামে পরকীয়ার জেরে প্রেমিক-প্রেমিকা মিলে শ্যালককে হত্যার অভিযোগে দুলাভাই মো. মিজানুর রহমান (৩৪) ও তার প্রেমিকা সুমি আক্তার চুমকিকে (১৮) আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) লাকসাম থানায় নিহতের পিতা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের দুলাল মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। এদিকে লাকসাম থানা পুলিশ গ্রেফতার হওয়া ওই দুইজনকে আদালতে পাঠিয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পরকীয়া করে পালিয়ে যাওয়া ঘাতক মিজানুর রহমান ও তার প্রেমিকা চুমকি সোমবার সিলেট থেকে লাকসাম রেলওয়ে জংশনে এসে নামে। এ সময় চট্টগ্রামের উদ্দেশে ট্রেনের জন্য অপেক্ষমান তার সম্পর্কিত শ্যালক নিহত নির্মাণ শ্রমিক শামীম হোসেন সুমন, তার বন্ধু ইমরান হোসেন ও নাজমুস শাহাদাত নাঈম তাদেরকে দেখে ফেলে।
ওই সময় তাদেরকে বুঝিয়ে কৌশলে একই সিএনজি অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে উপজেলার পৌলাইয়া নামক স্থানে এসে পৌঁছলে মিজানুর রহমান ও প্রেমিকা চুমকি তাদের সাথে থাকা ছোরা বের করে সকলকে জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে জাপটে ধরতে গেলে এলোপাথারী তার ছুরিকাঘাতে সুমন ও এমরান হোসেন গুরুতরভাবে আহত হয়। আহতবস্থায় সুমন ও ইমরানকে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়ার পথে সুমন মারা যায়। এমরানের অবস্থাও আশংকাজনক। এদিকে স্থানীয় লোকজন ঘাতক ও তার প্রেমিকাকে আটক করে লাকসাম থানা পুলিশকে খবর দেয়।
জানা যায়, লাকসাম সদরের গাজীমুড়া গ্রামের আবদুল খালেকের ছেলে সিএনজি অটোরিকশা চালক মিজানুর রহমান পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের কলিম উল্লার মেয়ে নুরজাহানকে বিয়ে করে। তাদের সংসারে ১২ বছরের একটি সন্তানও রয়েছে।
এদিকে তার প্রেমিকা সিলেট মৌলভী বাজারের শ্রীমঙ্গল উপজেলার শাপলাবাগ গ্রামের চিতার মিয়ার মেয়ে সুমি আক্তার চুমকি ওই গ্রামে নানার বাড়িতে বসবাস করতো। এদিকে মিজান শ্বশুর বাড়ি আসা যাওয়ার সুবাধে চুমকির সাথে পরিচয় ও পরবর্তীতে পরকীয়ায় প্রেমে জড়িয়ে পড়ে।
এনিয়ে ওই গ্রামে বেশ কয়েকবার সালিশ দরবারও হয়েছিল। এক পর্যায়ে ঘটনার কয়েকদিন আগে তারা উভয়ে পালিয়ে সিলেটে চুমকির বাড়িতে চলে যায়।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামি মিজান ও চুমকিকে রিমান্ড আবেদনসহ আদালত প্রেরণ করা হয়েছে।
নতুনসময়/আইকে