৮ মহিলা ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে মহিলা ছিনতাইকারী দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে সাইনবোর্ড এলাকায় মনির হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বি-বাড়িয়ার নাগিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের জনু মিয়ার স্ত্রী কুলসুম আক্তার (৩০), লোহাই মিয়ার মেয়ে গোলনাহার (৩৫), কবির মিয়ার মেয়ে সাথী (২২), আব্বাস মিয়ার স্ত্রী বিলকিছ আক্তার (৩০), গিয়াস উদ্দিনের স্ত্রী মোসাঃ রিনা (৪০), আবুল কালামের স্ত্রী আসমা আক্তার (৩৫), সবুর হোসেনের স্ত্রী সাহেরা (৫০) ও নরসিংদীর মাধবপুর উপজেলার ইকতারপুর গ্রামের নুর মিয়ার স্ত্রী পলি আক্তার (৩০)।
গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জানান, সোমবার সকালে ময়মনসিংহ মহাসড়কস্থ সাইনবোর্ড মনিরের হোটেল এর সামনে রাস্তার পশ্চিম পাশে তাসলিমা নামে একজন গার্মেন্টস কর্মীর স্বর্ণের চেইন ছিনাতাই করে পালানোর সময় তাদের আটক করা হয়।
এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
নতুনসময়/আইকে