২ লাখ পিস ইয়াবাসহ গৃহবধু আটক

শনিবার রাতে র্যাবের একটি দল টেকনাফ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের নতুন পল্লনপাড়ায় নজির আহমদের ছেলে সলিমুল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ গৃহবধু সাবেকুন নাহারকে (২৫) আটক করা হয়। আটককৃত নারী ইয়াবা গডফাদার ছলিমুল্লাহ’র স্ত্রী। র্যাবের উপস্থিতি টের পেয়ে সলিমুল্লাহ পালিয়ে যান।
রাতেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অভিযানের বর্ণানা দেয় র্যাব-১৫ এর কক্সবাজার অফিস।
র্যাব কর্মকর্ততা লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, আটককৃত নারীকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একই সময়ে কক্সবাজার সদর থানার মেরিন সিটি কমপ্লেক্স এলাকা হতে আরেকটি অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ মহেষখালী কালামারছড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে মোঃ শাকের মিয়া (২৭), দরিয়া নগর এলাকার মোঃ মোস্তাকের ছেলে মোঃ হাসন (২০) এবং লাহারপাড়া মৃত আবু তালেকের ছেলে মোঃ আব্দুল জলিলকে (২৮) আটক করতে সক্ষম হয়। তাদেরকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কক্সবাজার ক্যাম্পের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।
নতুনসময়/এনএইচ