ঢাকা বৃহঃস্পতিবার, ৩০শে অক্টোবর ২০২৫, ১৫ই কার্তিক ১৪৩২

তাড়াশে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক আটক


২৬ এপ্রিল ২০১৯ ০০:৪০

ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক আটক

সিরাজগঞ্জের তাড়াশে এবার পরীক্ষা কেন্দ্রে কম্পিউটার প্রদর্শক কর্তৃক তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

যৌন হয়রানীর শিকার ওই ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি ওই কলেজের বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থী। ঘটনার দিন কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে একই কলেজের কম্পিউটার প্ররিদর্শক মোজাহারুল ইসলাম অনৈতিকভাবে ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ইতোপূর্বেও ওই পদর্শক একাধিকবার ছাত্রীকে উত্ত্যক্ত করেন।

এদিকে ঘটনার পরপরই বিষয়টি নিয়ে ওই ছাত্রী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ইতোমধ্যে বিষয়টি কলেজের ম্যানেজিং কমিটিকে অবগত করা হয়েছে। একই সাথে অভিযুক্ত প্রদর্শককে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, অভিযুক্ত কলেজ প্রর্দশককে রাত ১০ টার দিকে আটক করে থানায় আনা হয়েছে।